Bukhari Sharif Haddish no 4

Allahu

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ

ওয়াহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম, সেই ফেরেশতা, যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও যমীনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শংকিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’। অতঃপর আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন, “হে বস্ত্রাবৃত রসূল! (১) উঠুন, সতর্ক করুন; আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন; এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন; (৫) এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন”। (সূরা মুদ‌্দাসসির ৭৪/১-৫) অতঃপর ওয়াহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল। ‘আবদুল্লাহ ইব্‌নু ইউসূফ (রহঃ) ও আবূ সালেহ (রহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইব্‌নু রাদদাদ (রহঃ) যুহরী (রহঃ) থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মা’মার فواده এর স্থলে بَوَادِرُهُ শব্দ উল্লেখ করেছেন।
(৩২৩৮, ৪৯২২, ৪৯২৩, ৪৯২৪, ৪৯২৫, ৪৯২৬, ৪৯৫৪, ৬২১৪; মুসলিম ১/৩৮ হাঃ ১৬১, আহমাদ ১৫০৩৯)

Narrated by Jabir Ibn Abdullah Ansari (RA):

Wahi narrates that the Messenger of Allah (may peace be upon him) said: Once I was walking when I suddenly heard a sound from the sky and looked up. I saw the angel, who came to me in the cave of Hera, sitting on a seat between heaven and earth. I was worried about it. Immediately I came back and said, ‘Cover me with a sheet’, ‘Cover me with a sheet’. Then Allah Ta’ala revealed, “O clothed Messenger! (1) arise, warn; And proclaim the excellence of your Lord; And keep your garments clean; (5) And abstain from impurity”. (Surah Mudassar 74/1-5) Then the revelation began to be revealed in full swing. ‘Abdullah ibn Yusuf (RA) and Abu Saleh (RA) narrated a similar story. Hilal ibn Raddad (RA) narrated a similar narration from Zuhri (RA). Yunus and Ma’mar mention the word بَوَادِرُهُ instead of فواده.
(3238, 4922, 4923, 4924, 4925, 4926, 4954, 6214; Muslim 1/38 Hah 161, Ahmad 15039)

http://Bukhari Sharif Haddish no 4 বুখারী শরীফ হাদিস নং ৪ ইসলামিক হাদিস, islamic world. Islamic life. Sahih Bukhari, Hadith No. 4
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith

সহিহ বুখারী, হাদিস নং ৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started