ইব্নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাযানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (‘আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাযানের প্রতি রাতেই জিবরীল (‘আঃ) তাঁর সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।
(১৯০২, ৩২২০, ৩৫৫৪, ৪৯৯৭; মুসলিম ৪৩/১২ হাঃ ৩২০৮, আহমাদ ৩৬১৬, ৩৪২৫)
সহিহ বুখারী, হাদিস নং ৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস
Narrated by Ibn Abbas (RA):
He said that the Messenger of Allah (may peace be upon him) was the greatest giver. He used to be more charitable during Ramadan, when Jibreel (‘a) visited him. And every night of Ramadan Jibreel (‘a) would meet him and they would recite the Qur’an to each other. Surely the Messenger of Allah (may peace be upon him) was more generous than the wind of mercy.
(1902, 3220, 3554, 4997; Muslim 43/12 Hah 3208, Ahmad 3616, 3425)
http://বুখারী শরীফ হাদিস নং ৬Sahih Bukhari, Hadith No. 6
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith
