‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সহাবীদের যখন কোন কাজের নির্দেশ দিতেন, তাঁদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তাঁরা বললেন, ‘হে আল্লাহর রসূল্! আমরা তো আপনার মত নই। আল্লাহ তা’আলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন।’ তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তাঁর চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেনঃ তোমাদের চেয়ে আমিই আল্লাহকে অধিক ভয় করি ও বেশী জানি।
সহিহ বুখারী, হাদিস নং ২০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস
Narrated by Aisha (may Allah be pleased with her):
He said, when the Messenger of Allah (may peace be upon him) would instruct the Companions to do something, he would instruct them according to their ability. Once they said, ‘O Messenger of God! We are not like you. Allah Ta’ala has forgiven all your previous and subsequent sins.’ Hearing that, he became angry, and even his face showed signs of anger. Then he said: I fear Allah more and know more than you.
Sahih Bukhari, Hadith No. 20
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith
