সহিহ বুখারী, হাদিস নং ৪১হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিসSahih Bukhari, Hadith No. 41Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তা‘আলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল; একটি পূণ্যের বিনিময়ে দশ হতে সাতশ গুণ পর্যন্ত; আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার।

(৩৯৯, ৪৪৭৬, ৪৪৯২, ৭২৫২; মুসলিম ৫/২ হাঃ ৫২৫, আহমাদ ১৮৫৬৪, ১৮৭৩২)

সহিহ বুখারী, হাদিস নং ৪১
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস

Narrated by Abu Sa’eed Khudri (RA):

He heard Allah’s Messenger (may peace be upon him) say, When a servant accepts Islam and his Islam is good, Allah forgives his previous sins. Then begins the reward; From ten to seven hundred times for a virtue; And another sin is rewarded with an equally evil reward. Of course, if Allah forgives, that is another matter.

(399, 4476, 4492, 7252; Muslim 5/2 Hah 525, Ahmad 18564, 18732)

Sahih Bukhari, Hadith No. 41
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith

قَالَ مَالِكٌ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ، الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلاَّ أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started