হাদিস নং ৪৮হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।Hadith No. 48Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith

যুবায়দ (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে মুরজিআ’ [১] সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, ‘আবদুল্লাহ (ইব্‌ন মাস‘ঊদ) আমার নিকট বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী।

(৬০৪৪,৭০৭৬; মুসলিম ১/২৮, হাঃ ৬৪, আহমাদ ৩৬৪৭ )

ফুটনোটঃ
[১] একটি বাতিল ফিরকা, যাদের মত হল, ভাল হোক বা মন্দ কোন আমলের মূল্য নেই এবং ঈমান আনার পর কোন গুনাহ ক্ষতিকর নয়।

হাদিস নং ৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস

Narrated by Jubayd (RA):

He said: I asked Abu Wayl (RA) about Murji’a’ [1], and he said, ‘Abdullah (Ibn Mas’ud) told me that the Prophet (PBUH) said: Abusing a Muslim is iniquity and with him Fighting is disbelief.

(6044,7076; Muslim 1/28, Hah 64, Ahmad 3647)

Footnote:
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ عَنِ الْمُرْجِئَةِ،، فَقَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ سِ باب الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started