‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।
(১; মুসলিম ৩৩/৪৫ হাঃ ১৯০৭, আহমাদ ১৬৮)
সহিহ বুখারী, হাদিস নং ৫৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
Narrated by Umar (RA):
Allah’s Messenger (may peace be upon him) said: Actions are connected with determination and every man deserves according to his determination. Therefore, whoever migrates for the sake of Allah and His Messenger, his migration will be considered to be for the sake of Allah and His Messenger. And whoever migrates for worldly gain or for the purpose of marrying a woman, his migration will be for the purpose for which he migrated.
(1; Muslim 33/45 AH 1907, Ahmad 168)
Sahih Bukhari, Hadith No. 54
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.
null
সহিহ বুখারী, হাদিস নং ৫৪
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
