আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন কথা বলতেন তখন তা বুঝে নেয়ার জন্য তিনবার বলতেন। আর যখন তিনি কোন গোত্রের নিকট এসে সালাম দিতেন, তাদের প্রতি তিনবার সালাম দিতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৯৫
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
Narrated by Anas (RA):
He said, when the Prophet (peace be upon him) used to say something, he used to say it three times in order to understand it. And when he came to a tribe and greeted them, he greeted them three times.
Sahih Bukhari, Hadith No. 95
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا.
সহিহ বুখারী, হাদিস নং ৯৫
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
