আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এ কথাটি তোমাদের নিকট বহু হাদীস বর্ণনা করতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
সহিহ বুখারী, হাদিস নং ১০৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
Narrated by Anas (RA):
He said: This word becomes a hindrance in narrating many hadiths to you that the Prophet (peace and blessings of Allah be upon him) said: Whoever deliberately lies about me, let him make his abode in Hell.
Sahih Bukhari, Hadith No. 108
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ أَنَسٌ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ تَعَمَّدَ عَلَىَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
সহিহ বুখারী, হাদিস নং ১০৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
