আবূ জুহাইফা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি ‘আলী (রাঃ)-কে বললাম, আপনাদের নিকট কি কিছু লিপিবদ্ধ আছে? তিনি বললেনঃ ‘না, শুধুমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর একজন মুসলিমকে যে জ্ঞান দান করা হয় সেই বুদ্ধি ও বিবেক। এছাড়া কিছু এ সহীফাতে লিপিবদ্ধ রয়েছে।’ তিনি [আবূ জুহাইফা (রাঃ)] বলেন, আমি বললাম, এ সহীফাটিতে কী আছে? তিনি বললেন, ‘ক্ষতিপূরণ ও বন্দী মুক্তির বিধান, আর এ বিধানটিও যে, ‘মুসলিমকে কাফির হত্যার বিনিময়ে হত্যা করা যাবে না।’
(১৮৭০, ৩০৪৭, ৩১৭২, ৩১৭৯, ৬৭৫৫, ৬৯০৩, ৬৯১৫, ৭৩০০ দ্রষ্টব্য)
সহিহ বুখারী, হাদিস নং ১১১
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
Narrated by Abu Juhaifa (RA):
He said: I said to Ali (RA), do you have anything written down? He said: ‘No, there is only the Book of Allah, and the knowledge given to a Muslim is intelligence and conscience. Besides, something is recorded in this Sahifa. He [Abu Juhaifa (RA)] said, I said, What is in this Sahifa? He said, “The provision of compensation and the release of prisoners, and also the provision that ‘a Muslim cannot be killed in exchange for the killing of an infidel.’
(Notes on 1870, 3047, 3172, 3179, 6755, 6903, 6915, 7300)
Sahih Bukhari, Hadith No. 111
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قُلْتُ لِعَلِيٍّ هَلْ عِنْدَكُمْ كِتَابٌ قَالَ لاَ، إِلاَّ كِتَابُ اللَّهِ، أَوْ فَهْمٌ أُعْطِيَهُ رَجُلٌ مُسْلِمٌ، أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قَالَ قُلْتُ فَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ، وَفَكَاكُ الأَسِيرِ، وَلاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ.
সহিহ বুখারী, হাদিস নং ১১১
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
