Sahih Bukhari, Hadith No. 130Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১৩০হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।

উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উম্মু সুলায়ম (রাঃ) এসে বললেনঃ হে আল্লাহর রসূল! আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে।’ তখন উম্মু সালামা (লজ্জায়) তার মুখ ঢেকে নিয়ে বললেন, ‘হে আল্লাহর রসূল! মহিলাদেরও স্বপ্নদোষ হয় কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক! [১] (তা না হলে) তাদের সন্তান তাদের আকৃতি পায় কীভাবে?

(২৮২, ৩৩২৮, ৬০৯১, ৬১২১; মুসলিম ৩/৭, হাঃ ৩১৩, আহমাদ ২৬৬৭৫)

সহিহ বুখারী, হাদিস নং ১৩০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

On the authority of Umm Salama (RA):

He said, Umm Sulaym (ra) came to the Messenger of Allah (may peace be upon him) and said: O Messenger of Allah! Allah is not ashamed to speak the truth. If women have a dream, what do you need to take a bath? The Prophet (peace and blessings of Allah be upon him) said: ‘Yes, when he sees semen.’ Then Umm Salama (in shame) covered her face and said, ‘O Messenger of Allah! Do women also have nightmares?’ He said, ‘Yes, let the earth fall on your right hand! [1] (If not) how do their children get their shape?

(282, 3328, 6091, 6121; Muslim 3/7, Hah 313, Ahmad 26675)

Sahih Bukhari, Hadith No. 130
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ إِذَا رَأَتِ الْمَاءَ ‏”‏‏.‏ فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ ـ تَعْنِي وَجْهَهَا ـ وَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ ‏”‏ نَعَمْ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا ‏”‏‏.‏

সহিহ বুখারী, হাদিস নং ১৩০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started