Sahih Bukhari, Hadith No. 136Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১৩৬হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।

নু’আয়ম মুজমির (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি উযূ করে বললেনঃ ‘আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’

(মুসলিম ২/১২, হাঃ ২৪৬, আহমাদ ৯২০৬)

সহিহ বুখারী, হাদিস নং ১৩৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

Narrated by Nu’aym Mujmir (RA):

He said, I went up to the roof of the mosque with Abu Hurairah (RA). Then he performed ablution and said: I heard the Messenger of God (may peace be upon him) say, on the Day of Resurrection my Ummah will be called in such a state that their hands, feet and faces will be radiant due to the effect of ablution. So whoever among you can increase this brightness, let him do so.

(Muslim 2/12, Hah 246, Ahmad 9206)

Sahih Bukhari, Hadith No. 136
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ، فَتَوَضَّأَ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ

সহিহ বুখারী, হাদিস নং ১৩৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started