আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দা যে সময়টা মসজিদে সালাতের অপেক্ষায় থাকে, তার সে পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে হাদাস করে। জনৈক অনারব বলল, হে আবূ হুরায়রা ! ‘হাদাস কি?’ তিনি বললেন, ‘শব্দ করে বায়ু বের হওয়া।’
সহিহ বুখারী, হাদিস নং ১৭৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দা যে সময়টা মসজিদে সালাতের অপেক্ষায় থাকে, তার সে পুরো সময়টাই সালাতের মধ্যে গণ্য হয় যতক্ষণ না সে হাদাস করে। জনৈক অনারব বলল, হে আবূ হুরায়রা ! ‘হাদাস কি?’ তিনি বললেন, ‘শব্দ করে বায়ু বের হওয়া।’
সহিহ বুখারী, হাদিস নং ১৭৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
Narrated by Abu Huraira (RA):
He said: Allah’s Messenger (may peace be upon him) said: The time a servant waits for prayer in the mosque is counted as prayer until he performs Hadas. An Arab said, O Abu Huraira! ‘What is Hadas?’ he said, ‘the sound of air coming out.’
Sahih Bukhari, Hadith No. 176
Quality of Hadith: Sahih Hadith
Source: Al-Hadith. Narrated by Abu Hurairah (RA):
He said: Allah’s Messenger (may peace be upon him) said: The time a servant waits for prayer in the mosque is counted as prayer until he performs Hadas. An Arab said, O Abu Huraira! ‘What is Hadas?’ he said, ‘the sound of air coming out.’
Sahih Bukhari, Hadith No. 176
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ لاَ يَزَالُ الْعَبْدُ فِي صَلاَةٍ مَا كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ، مَا لَمْ يُحْدِثْ ”. فَقَالَ رَجُلٌ أَعْجَمِيٌّ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ الصَّوْتُ. يَعْنِي الضَّرْطَةَ.
সহিহ বুখারী, হাদিস নং ১৭৬
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।
