সহিহ বুখারী, হাদিস নং ১৭৯হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।Sahih Bukhari, Hadith No. 179Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.

যায়দ ইব্‌নু খালিদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি ‘উসমান ইব্‌নু আফফান (রাঃ)-কে জিজ্ঞেস করলেনঃ কেউ যদি স্ত্রী সহবাস করে, কিন্তু মনী (বীর্য) বের না হয় (তবে তার হুকুম কী)? ‘উসমান (রাঃ) বললেনঃ ‘সে সালাতের ন্যায় উযূ করে নেবে এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান (রাঃ) বলেন, আমি এ কথা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি। (যায়দ বলেন) তারপর আমি এ সম্পর্কে আলী (রাঃ), যুবায়র (রাঃ), তালহা (রাঃ) ও উবাই ইব্‌নু কা’ব (রাঃ)-কে জিজ্ঞেস করেছি। তাঁরা আমাকে এ নির্দেশেই দিয়েছেন। [১]

(২৯২; মুসলিম ৩/২১, হাঃ ৩৪৭, আহমাদ ৪৫৮)

ফুটনোটঃ
[১] হাদীসগুলোর হুকুম মানসুখ হয়ে গেছে। ইসলামিক প্রাথমিক যুগে তা বৈধ ছিল। পুরুষাঙ্গের অগ্রভাগ সামান্যও যদি স্ত্রীর যোনীতে প্রবেশ করে তাহলে বীর্যপাত হোক না হোক গোসল ফরয হয়ে যায়।

সহিহ বুখারী, হাদিস নং ১৭৯
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

Narrated by Zaid Ibn Khalid (RA):

He asked ‘Uthman ibn Affan (RA): If a man has intercourse with his wife, but the mani (semen) does not come out (what is his ruling)? ‘Uthman (RA) said: ‘He will perform ablution as in Salat and wash his private parts. Uthman (may Allah be pleased with him) said, I heard this from the Messenger of Allah (may peace be upon him). (Zayd said) Then I asked Ali (RA), Jubair (RA), Talha (RA) and Ubai Ibn Ka’b (RA) about it. They gave me this instruction. [1]

(292; Muslim 3/21, Hah 347, Ahmad 458)

Footnote:
[1] The rulings of the hadiths have become mansukh. It was legal in the early Islamic period. If the tip of the penis even a little enters the vagina of the wife, then the bath becomes obligatory regardless of ejaculation.

Sahih Bukhari, Hadith No. 179
Quality of Hadith: Sahih Hadith
Source: Al Hadith.

حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنْ زَيْدَ بْنَ خَالِدٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ ـ رضى الله عنه ـ قُلْتُ أَرَأَيْتَ إِذَا جَامَعَ فَلَمْ يُمْنِ قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ‏.‏ قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيًّا، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَأُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنهم ـ فَأَمَرُوهُ بِذَلِكَ‏.‏

সহিহ বুখারী, হাদিস নং ১৭৯
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস।

Published by Md Raihanul Islam

আল্লাহর বান্দা,Servant of Allah

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started