আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে। (৩৭, ৩৮, ১৯০১, ২০০৮, ২০০৯, ২০১৪; মুসলিম ২/২৫ হাঃ ৭৬০) সহিহ বুখারী, হাদিস নং ৩৫হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস NarratedContinue reading “সহিহ বুখারী, হাদিস নং ৩৫হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিসSahih Bukhari, Hadith No. 35Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.”
