Sahih Bukhari, Hadith No. 118Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১১৮হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ লোকে বলে, আবূ হুরায়রা (রাঃ) অধিক হাদীস বর্ণনা করে। (জেনে রাখ,) কিতাবে দু’টি আয়াত যদি না থাকত, তবে আমি একটি হাদীসও পেশ করতাম না। অতঃপর তিনি তিলাওয়াত করলেনঃ إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنونContinue reading “Sahih Bukhari, Hadith No. 118Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১১৮হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।”

Design a site like this with WordPress.com
Get started