আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হতেন তখন আমি এবং আমাদের অন্য একটি ছেলে তাঁর পিছনে পানির পাত্র নিয়ে যেতাম। (১৫০) সহিহ বুখারী, হাদিস নং ১৫১হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস। Narrated by Anas (RA): He said: When the Prophet (peace and blessings ofContinue reading “Sahih Bukhari, Hadith No. 151Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১৫১হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।”
