‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। (মুসলিম মুকাদ্দামা, দ্বিতীয় অধ্যায়, হাঃ ২) সহিহ বুখারী, হাদিস নং ১০৬হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস। Narrated by Ali (RA): He said, The Prophet (peace be upon him)Continue reading “সহিহ বুখারী, হাদিস নং ১০৬হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।Sahih Bukhari, Hadith No. 106Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.”
