‘আব্বাদ ইব্নু তামীম (রহঃ)-এর চাচা থেকে বর্ণিতঃ একদা আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হল যে, তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেনঃ সে যেন ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায়। (১৭৭, ২০৫৬; মুসলিম ৩/২৬, হাঃ ৩৬১) সহিহ বুখারী, হাদিস নং ১৩৭হাদিসেরContinue reading “সহিহ বুখারী, হাদিস নং ১৩৭হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।Sahih Bukhari, Hadith No. 137Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.”
