আবূ ইদরিস (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি উযূ করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিস্কার করে। আর যে শৌচকার্য করে সে যেন বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে। (১৬২; মুসলিম ২/৮, হাঃ ২৩৭, আহমাদ ১০৭২৩) সহিহ বুখারী, হাদিস নং ১৬১হাদিসের মান: সহিহ হাদিসSource:Continue reading “Sahih Bukhari, Hadith No. 161Quality of Hadith: Sahih HadithSource: Al Hadith.সহিহ বুখারী, হাদিস নং ১৬১হাদিসের মান: সহিহ হাদিসSource: আল হাদিস।”
